প্রকাশিত: Wed, Mar 1, 2023 2:41 PM
আপডেট: Mon, Jan 26, 2026 12:52 AM

স্বরাষ্ট্রমন্ত্রীর আশাবাদ

নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হবে না

মাজহারুল ইসলাম: পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে বুধবার সকালে পুলিশ স্টাফ কলেজে আয়োজিত অনুষ্ঠান শেষে এ কথা বলেন আসাদুজ্জামান খাঁন কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরা যাচ্ছে না তা নয়, অনেক জঙ্গিকে ধরেছি। অনেক জঙ্গিকে খুঁজে বের করেছি। জঙ্গি উত্থান ও তৎপরতা রোধে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। আমরা কিন্তু জঙ্গিদের মূলোৎপাটন করে নিঃশেষ করে দিতে পারিনি। তবে আমরা সবকিছু কন্ট্রোলে নিয়ে এসেছি। আমাদের নিরাপত্তা সংস্থা, বিশেষ করে পুলিশ, র‌্যাব ভালো কাজ করছে বলেই সবকিছু কন্ট্রোলে আছে। সন্ত্রাসের মাধ্যমে দেশকে অকার্যকর করার চেষ্টা হয়েছিল। তবে সবকিছু আমরা কন্ট্রোলে নিয়ে এসেছি। তিনি বলেন, নির্বাচন এলে সবার মধ্যে উৎসুক দৃষ্টি থাকে। সেই সময় সব রাজনৈতিক দল তাদের মতামত, চিন্তা নিয়ে কাজ করেন। সামনে নির্বাচন নিয়ে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়নি। সবাই কাজ করছেন। আমার মনে হয় নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার কোনো কারণ নেই। সম্পাদনা: সালেহ্ বিপ্লব